Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার পরে মারা গেলেন দেড় বছরের আয়েশা

আশুলিয়ায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:২৭ এএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সংযোগের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দাদা-দাদী ও বাবার পরে এবার মারা গেল দেড় বছরের শিশু আয়েশা। গতকাল বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইউনিটের চিকিৎসকরা বলেন, আগুনে আয়েশার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলো। লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ভোরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসার নিচতলায় গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। ওইদিনই তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক সূত্র বলেন, হাসপাতালে ভর্তির পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর দাদী হাসিনা বেগম (৯৬ শতাংশ), ৫ নভেম্বর দাদা আরব আলী (৬০ শতাংশ) ও ৬ নভেম্বর বাবা আব্দুর রউফের (৮৮ শতাংশ) মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা রিপা আক্তার ৭ শতাংশ দগ্ধ হন। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড

১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ