Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হিলি সীমান্তে ৮০ লাখ টাকার গরু মোটাতাজা করার ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্ত থেকে ৮০ লাখ টাকা মূল্যের গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চন্ডিপুর থেকে আজ মঙ্গলবার সকাল ১১টায় ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মধ্য রয়েছে ৮০ হাজার পিস প্যারাকটিন ও ৮০ হাজার পিস ড্যাক্সিন। তবে এ অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি।
বাসুদেবপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম সিরাজ জানান, চোরাকারবারিরা ভারত থেকে ট্যাবলেটের একটি চালান নিয়ে তিনটি মোটরসাইকেলযোগে দেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় সীমান্তবর্তী চন্ডিপুর মহল্লায় বিজিবি উপস্থিতি টের পেয়ে ট্যাবলেটের দুটি বস্তা ফেলে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা বস্তা থেকে ৮০ হাজার পিস প্যারাকটিন ও ৮০ হাজার পিস ড্যাক্সিন ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ