রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ঢাকার ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বীজের মধ্যে রয়েছে ভূট্রা, সরিষা, বোরো ধান, ও বিটি বেগুন গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার মধ্যদিয়ে ৩ হাজার ৯শত ৫৫ জন কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম.এ মালেক,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান শাহআলম, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন, কুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোরহান উদ্দিন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান,বিএফএ এর পরিচালক আ: হালিম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান , সাংবাদিক বাবুল হোসেন, ছাত্রলীগের নেতা হাবিব প্রমূখ। এসময় ১৩০০ কৃষককে ১ কেজি করে সরিষা, ২৪০০ কৃষককে ২ কেজি করে ভূট্রা, ২৫০ কৃষককে ৫ কেজি করে ধান ও ৫ কৃষককে ১ প্যাকেট করে বেগুনের বীজ এবং প্রত্যেক কৃষককেই ৩০ কেজি করে সার দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।