Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে সার ও বীজ বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ঢাকার কেরানীগঞ্জে বিনামূল্যে ১৫৫০জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে । কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিস কতৃক আয়োজিত গত বুধবার দুপুর ২টায় উপজেলা অডিটেরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরন করা হয় । রবি/২০১৮-১৯ মৌসুমে সরকারের প্রনোদনা কর্মসূচীর আওতায় যাদের ১বিঘা অথবা ৩৩শতাংশ চাষের জমি আছে তাদের জন্য ১১০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রতিজনকে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে ২কেজি ভ’ট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। বাকী ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে ৫কেজি বোরো ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে বিটি বেগুনের বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এসময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জহির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড.খালেদ আহমেদ কনক, উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ ফখরুল আলম, উপজেলা অতিরিক্ত কৃষিকর্মকর্তা চৌধুরী ওয়াহিদা সুলতানা ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা সুলতানা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ