রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম পিএএম।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী টাঙ্গাইল জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রায়হান কবীর প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি মো. মইনুল ইসলাম পিএএম তার বক্তৃতায় বলেন, বিগত সময়ের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, সাহসিকতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে বাহিনীর সদস্যদেরস দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহবান জানান। সমাবেশে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের প্রায় ৫শতাধিক সদস্য অংশ নেয়। পরে প্রধান অতিথি গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের জন্য বাহিনীর তিনজন ইউনিয়ন কমান্ডারকে পুরস্কৃত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।