Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে সন্ত্রাসী ও ডাকাত সর্দার গ্রেফতার

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও সর্বহারা দলের নেতা মোশারফ ফকির কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডিবি পুলিশ ও কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোশারফ ফকির দল বেঁধে সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যকলাপ করে অহরহ। তাদের ভয়ে এলাকার নিরীহ মানুষ প্রতিবাদ তো দূরের কথা মুখ খুলে কথা বলতে পারছে না। কেউ প্রতিবাদ করলে তাকে হত্যা, এমনকি খুন করে লাশ গুম করার হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, ডাকাতি, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী মোশারফ ফকির। তার বিরুদ্ধে বর্তমানে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ