রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে বনবিভাগের ২৫ একর জায়গায় বুধবার রাতে ইকোপার্ক উদ্বোধণ করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সংগঠক আসিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর বন বিভাগের কর্মকর্তা বখতিয়ার নুর ছিদ্দীকি, উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। একইদিন সকালে সদরস্থ ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের তোরণ, দুপুরে পৌরসভার ৮নং ওয়াডস্ত শাহনগর সাফলাঙ্গা দলিলাবাদ হযরত শাহ সূফি সৈয়দ মাগন হাজী (রঃ) হাজী আব্দুল অদুদ চৌধুরী সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধণ, বিকালে উপজেলা হলরুমে জমিহীন ৩৭ জনকে খাস জমির দলিল ও নতুন ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এছাড়া আগের দিন সদরস্থ দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৪ তালা একাডেমীক ভবনের উদ্বোধন করা হয়। পৃথক পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খান ছালামত উল্লাহ স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানা,যুবলীগ নেতা আলহাজ্ব আহছান হাবিব চৌধুরী হাছান,তপন দে,স্কুল প্রধান শিক্ষক স্বপন কুমার বনিক,মাগন হাজী মাদ্রাসা অনুষ্টানে ছিলেন কাউন্সিলর আযাদ হোসেন,কাউন্সিলর এডভোকেট দিলীপ চৌধুরী,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,মাজার কমিটির সাবেক সভাপতি মমতাজ শরিফ,মাদ্রাসা কমিটির সেক্রেটারী আলহাজ্জ দিদারুল আলম,মোহাম্মদ নাছির,মো. সাজ্জাদ,তসলিম মাষ্টার,জাহাঙ্গীর আলম,সৈয়দ বাবুল, দারুল ইসলাম মাদ্রাসায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।