রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রমিক লাঞ্চিতের কারণ দেখিয়ে নাটোর থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ লালপুর উপজেলার ওয়ালিয়া, গোপালপুর, লালপুর বাসস্ট্যান্ড থেকে কোনো ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় নাটোরসহ সারাদেশের সকল রুটের যান চলাচল দৃশ্যত অচল হয়ে আছে গুরুত্বপূর্ণ এই উপজেলাটির সঙ্গে। সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পাড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ী, বিদ্যালয়গামী শিক্ষার্থী, চাকরিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষ। প্রয়োজনের তাগিদে দ্বিগুণ ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে করেই তাদের গন্তব্যে যেতে হচ্ছে। নাটোর জেলা পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম বলেন, ‘পরিবহন শ্রমিক নির্যাতন ও রাজশাহীতে বাসের চেইন নিয়ে বিরোধের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নাটোরের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।