Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজিরে হোসেন নজু | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য চতুর্থ শিল্প বিপ্লব’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের ওই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবির সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘প্রযুক্তি চিন্তাহীন রাজনীতি, শোষণের হাতিয়ার। গণমুখী তথ্য প্রযুক্তি বদলে দিবে অর্থনীতি, প্রভৃতি সেøাগান দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ