Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদারীপুরে আটক ৬ জঙ্গি ৫ দিনের রিমান্ডে

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর আটক ছয় সদস্যকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটকের পর আসামিদের পাঁচদিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে আজ বৃহস্পতিবার আটক জঙ্গিদের পাঁচদিনের রিমান্ড শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন এ আদেশ দেন। রাষ্ট্র্রপক্ষে আদালত পরিদর্শক রমেশ চন্দ্র দাস এবং আসামিদের পক্ষে আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান এবং আসামি সাকিলের পিতা আইনজীবী আবু বকর সিদ্দিক খানসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর কয়েক সদস্য একত্রে হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার থানতলীতে গত ২৮ অক্টোবর রোববার রাতে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর সেখান থেকে বিস্ফোরক, একাধিক মোবাইল ফোন, লিফলেট, নগদ সাড়ে ১২ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটককৃতরা নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে।

এ ঘটনায় সোমবার রাতে গোয়েন্দা পুুলিশের এএসআই আল-আমিন খন্দকার বাদী হয়ে সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- মেহেরপুরের গাড়াডোবা এলাকার সমশের আলীর ছেলে সেলিম রেজা (২৯), নারায়নগঞ্জের তামাক পট্টি এলাকার ওমর আলী ছেলে আলম রানা (৩৪), বগুড়ার শেরপুরের সবুর আলীর ছেলে রাসেল মাহমুদ (২১), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার রশিদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা (৩৪), সদর উপজেলার হাউসদি এলাকার ও মাদারীপুর জজ কোর্টের ভেস্টেট সম্পত্তি (ভিপি) আইনজীবী আবু বকর সিদ্দিক খানের ছেলে সাকিল খান (২৫) এবং হাজির হাওলা এলাকার ফারুক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২৮)। এ সংক্রান্ত ইতিপূর্বে দৈনিক ইনকিলাবে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ