Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৫%

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চলতি বছরের প্রথম তিন মাসে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৪৪। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকা। আগের বছরের তুলনায় বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ। বিনিয়োগ বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিনিয়োগ বোর্ডের সহকারী পরিচালক ফারহানা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪০২; যার মোট বিনিয়োগের পরিমাণ ছিল ২১ হাজার ৬৯২ কোটি টাকা। অর্থাত্ চলতি বছরের প্রথম তিন মাসে মোট ১১ হাজার ৯৮১ কোটি টাকার বিনিয়োগ বেড়েছে। এ সময় সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থেকে। চলতি বছরের প্রথম তিন মাসে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব এসেছে ৪০৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে। এ সময় বেড়েছে বিদেশী বিনিয়োগও। যৌথ ও সম্পূর্ণ বিদেশী বিনিয়োগের প্রস্তাব এসেছে মোট ৩৫টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৫%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ