পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : আসন্ন বাজেটে প্লাস্টিক শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক কমানো ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক প্রস্তাবনায় বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এই দাবি করেছে। উদ্যোক্তারা জানান, প্লাস্টিক পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধার আওতায় রপ্তানি হয়ে আসছিল। কিন্তু ২০১৩ সালে জিএসপি সুবিধা প্রত্যাহারের ফলে রপ্তানি ক্ষিতগ্রস্থ হচ্ছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্লাস্টিক খাতে ২০ শতাংশ ক্যাশ ইনসেনটিভস প্রদান করা আবশ্যক। বাজেট প্রস্তাবনায় তারা বলেছেন, চলতি অর্থবছরের বাজেটে এই খাতের বিভিন্ন কাঁচামালের ওপর গড়ে ২০ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। দেশি পণ্যের দাম বেশি হওয়ায় এখন বিদেশ থেকে কম দামের নিম্নমানের পণ্য বাজার সয়লাব হয়ে যাচ্ছে। তাই এসব বিবেচনায় নিয়ে এ খাতে আমদানি শুল্ক ৩ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছে প্লাস্টিক পণ্য উৎপাদকরা। প্রস্তাবনায় বলা হয়, দেশে ইনজেকশন মোল্ড তৈরির জন্য আধুনিক কোনো কারখানা নেই। তাই বিদেশ থেকে বিভিন্ন মোল্ড এবং আধুনিক প্রযুক্তির শতভাগ কাঁচামাল আমদানি করতে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।