পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফল আমদানি বেড়েছে। গত অর্থবছরের (২০১৪-১৫) প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তুলনায় চলতি ২০১৫-১৬ অর্থবছরের একই সময় সীমায় বন্দরটি দিয়ে ফল আমদানি বেড়েছে চার হাজার টন। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৩০০ কোটি টাকার বেশি। ভোমরা স্থলবন্দরের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বন্দরটি দিয়ে বিভিন্ন ধরনের ফল আমদানি হয়েছে ৯২ হাজার ৯০৮ দশমিক ৪২ টন। এর মধ্যে জুলাইয়ে ১ হাজার ৭৬৯ দশমিক ৮৭৮ টন, আগস্টে ২ হাজার ৩৬৫ দশমিক ৯৪, সেপ্টেম্বরে ৫ হাজার ৪৮০ দশমিক ৮৯, অক্টোবরে ৮ হাজার ৯১৮ দশমিক ৬৩, নভেম্বরে ৩ হাজার ৫৬২ দশমিক ৭২৭, ডিসেম্বরে ১৪ হাজার ৯৮২ দশমিক ৮২, জানুয়ারিতে ১৪ হাজার ৭৭১ দশমিক ২৩, ফেব্রুয়ারিতে ১৭ হাজার ৭৭৮ দশমিক ৯২, এবং মার্চে ২ হাজার ৩২৭ দশমিক শূন্য নয় টন ফল আমদানি হয়েছে। এখান থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৩০৪ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার ৩১৮ টাকা। এর বিপরীতে গত অর্থবছরের প্রথম নয় মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে বিভিন্ন ধরনের ফল আমদানি হয়েছিল ৮৯ হাজার ৯৮১ দশমিক ৬৬৫ টন। এ হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে বন্দরটি দিয়ে ফল আমদানি বেড়েছে প্রায় চার হাজার টন। ভোমরা স্থলবন্দরের সিনিয়র রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, দেশের অন্য বন্দরগুলোর তুলনায় ভোমরা থেকে কলকাতার দূরত্ব কম। ফলে ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দর ব্যবহার করে এ ধরনের পচনশীল পণ্য আমদানিতে বেশি আগ্রহী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।