Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:৫২ এএম

রাজধানীত পৃথক ঘটনায় এক কয়েদীসহ ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ঢামেকে কয়েদী ফালু হোসেন ফারুক (৪০), রামপুরায় গোলাম মোস্তফা কামাল (৪৫), গুলশানে অজ্ঞাত পরিচয় যুবক (২২), যাত্রাবাড়ীতে স্বপন (৩০), নাখালপাড়ায় সমরেশ মধু (২৫), সবুজবাগে শুভ (৩৫) ও শুভ চন্দ্র রায় (২৬), খিলক্ষেতে ট্রেনের কাঁটায় অজ্ঞাত পরিচয় যুবক (৩৫) এবং দক্ষিণখাণে অজ্ঞাত পরিচয় যুবক (৩০)। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ও গত মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আবু হানিফ জানান, মঙ্গলবার মধ্যরাতে কারাগার থেকে অচেতন অবস্থায় ফালুকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহাম্মপুর থানার মাদক মামলার আসামী ছিলেন তিনি।মৃত কামালের বোন লাভলি আক্তার জানান, মা নুরুন্নাহারকে নিয়ে পূর্ব রামপুরা হাই স্কুল গলির ৮০/১ নম্বর বাসায় ভাড়া থাকতো কামাল। ৩ দিন পর মঙ্গলবার বিকেলে মা নুরুন্নাহার বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে দরজা ভেঙ্গে কামালের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে গুলশান ১৪০ এভিনিউয়ে একটি বহুতল নির্মানাধীন ভবনের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ভবনে কাজ করার সময় ১ সপ্তাহ আগে নিচে পড়ে তার মৃত্যু হয়।
মৃত স্বপনের ভাই শফিক জানান, মঙ্গলবার রাতে উত্তর যাত্রাবাড়ীর ২১ নং ধলপুর এর বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বপন। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
মৃত সমরেশের ভাই উজ্জল জানান, মঙ্গলবার রাতে পূর্ব নাখালপাড়া লিচু বাগান এলাকার ৩৩০/এফ নম্বর বাসায় সমরেশের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। সমরেশ নাভানা গ্রুপের কর্মচারী ছিলো। তাদরে গ্রামের বাড়ি বরিশালে।
সবুজবাগ থানার এসআই সাইফুর রহমান জানান, গতকাল সকালে দক্ষিণ মাদারটেক বাগানবাড়ি এলাকার ইউনুস মিয়ার তৃতীয় তলার বাসায় গ্রীলের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শুভ ও শুভ চন্দ্র রায় নামে দুইজনের মৃত্যু হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেললাইনে ময়মনসিংহগামী অগ্নিবীণা ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। তার পড়নে ছিল হলুদ গেঞ্জী ও নীল জিন্স প্যান্ট।
দক্ষিণখান থানার এসআই আসাদুজ্জামান জানান, গতকাল বুধবার সকালে আজমপুর মধ্যপাড়া আবদুল কাদের স্বরণী রোডের ৯৫ নম্বর বাসায় গ্রিল বেয়ে চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ