Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোগান্তি লাঘবে উন্নয়ন কাজে সমন্বয়ের অঙ্গীকার

মেয়রের সাথে সিডিএ চেয়ারম্যানের বৈঠক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জনদুর্ভোগ লাঘবে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুই সংস্থার মধ্যে সমন্বয়ের অঙ্গীকার করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকাল (মঙ্গলবার) নগর ভবনে মেয়রের সাথে সিডিএ চেয়ারম্যানের বৈঠকে এ অঙ্গীকার করেন তারা। চট্টগ্রাম ওয়াসা, সিডিএ ও চসিকের উন্নয়ন প্রকল্পের কারণে জনভোগান্তির বিষয়টি নিয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। এতে সাময়িক জনভোগান্তি যাতে জনমনে কোন বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে দুই সংস্থার প্রকৌশলী, কর্মকর্তাদের দায়িত্বশীলতার সাথে উন্নয়ন কাজ সম্পন্ন করার তাগিদ দেন তারা। দুই নেতা কোনভাবেই উন্নয়ন কাজের জন্য আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বেনা বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা সাময়িক ভোগান্তি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেন।

চসিকের কুলগাঁও টার্মিনাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, নগরীর অনেক সমস্যার মধ্যে যানজট অন্যতম। উত্তর চট্টগ্রামের বাস ট্রাকগুলো নগরে প্রবেশের কারণে যানজট প্রকট আকার ধারণ করে। তাই কুলগাঁওয়ে টার্মিনাল নির্মিত হলে শহরের যানজট অনেকাংশে কমে যাবে। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দুই সংস্থার মেগা প্রকল্প নিয়েও তারা আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ