Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎমিস্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০৩০, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা :রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎমিস্ত্রী আমিনুর রহমান (৩৫) মারা গেছেন। আজ শনিবার দুপুরে উপজেলার খানাসামা বাজার জিয়াকলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর হারাগাছ নাজিরদহ নাইয়ারচাওড়া গ্রামের মহিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দফাদার মঞ্জিল হোসেন জানান, শনিবার দুপুর ২টার দিকে আমিনুর জিয়াকলোনি গ্রামের নাইটগার্ড মকুদারের বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। ওয়ারিংয়ের কাজ শেষে পল্লী বিদ্যুতের খুঁটিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তবে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাউনিয়া জোনাল অফিসের এজিএম সাজ্জাদুর জামান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ