পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সবাই তাকে ‘পাগলা রিজভী’ নামে ডাকে। এতে তার কোনো রাগ, কষ্ট নেই। কারণ, তিনি বিএনপিকে ভালোবাসেন। ভালবাসেরন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রিয় নেত্রীকে কারাগারে নেয়ার পর থেকে বেশিরভাগ সময় কাফনের কাপড় পরে ঘুরে বেড়ান। দলীয় কোনো কর্মসূচি থাকলে সবার আগেই কাফনের কাপড় পরে হাজির হয়ে যান।
আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাতে আগেভাগেই হাজির বিএনপির এই ভক্ত। পুরো শরীরে নানা স্লোগান লিখে তিনি ১২টার দিকেই চলে আসছেন সোহরাওয়ার্দীতে।
রিজভীর বুকে লেখা ছিল- ‘জেলে নিলে আমায় নে, আমার মাকে ছেড়ে দে’, পিঠে লেখা- ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’, ‘মাথায় বাঁধা ব্যান্ডে লেখা- ‘দাবি একটাই খালেদা জিয়ার মুক্তি চাই’।
রিজভী হাওলাদারের বাড়ি নারায়ণগঞ্জে হলেও দিনভর থাকেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ঘুরে বেড়ান।
রিজভী হাওলাদার বলেন, প্রতিদিন সকাল সাতটায় নারায়ণগঞ্জ থেকে ঢাকার নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আসি। সারাদিন সেখানেই থাকি। রাত ১১টার দিকে ফিরে যাই।
এই পোশাক কবে খুলবেন- এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, যেদিন খালেদা জিয়া মুক্তি পাবে সেদিন কাফনের কাপড় ছাড়ব। তার আগে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।