Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়ের নকল পেতে দুই হাজার ফলিও দাখিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:৪৭ এএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া রায়ের কপি পেতে দুই হাজার ফলিও (যে কাগজে রায়ের নকল দেয়া হয়) আদালতে জমা দিয়েছেন তাঁর আইনজীবীরা। গতকাল সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন মেজবাহ, আবুল কালাম আজাদ, কালাম খান, ইব্রাহিম খলিল ও হান্নান ভূইয়াসহ একাধিক আইনজীবী রায়ের কপির জন্য দুই হাজার ফলিও দাখিল করেন। 

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, রায়ের পরেই ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার পক্ষে রায়ের জাবেদা নকলের (সার্টিফাই কপি) জন্য আবেদন করা হয়। সেই নকলের জন্য দুই হাজার ফলিও দাখিল করা হয় আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ