বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. কে. এম শামসুল আরেফীন। গতকাল রোববার তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিল্প মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র এ. কে. এম শামসুল আরেফীন ১৯৮৬ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি সরকারি চাকরিতে যোগদেন। চাকরি জীবনে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জর্ডান, জার্মানী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১৯৬১ সালে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।