Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারদায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপ্ত

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় গতকাল সকালে ১৬২তম ট্রেইনী রিক্রুট কনস্টেবল-২০১৮ ব্যাচের শিক্ষা সমাপনী দিনে অভিভাবদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি পিএইচডি।

নতুন পুলিশ সদস্যদের উদেশ্যে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন ও মানবাধিকার বজায় রেখে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণ জ্ঞানের মাধ্যমে নিরপেক্ষ, জনসম্পৃক্ত ও পেশাদার পুলিশি ভুমিকা পালন করতে হবে। মাঠ পর্যায়ে দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দৃঢ় নেতৃত্ব দেওয়ারও আহŸান জানান তিনি। দীর্ঘ ৬ মাস অক্লান্ত পরিশ্রম করে আজ দায়িত্ব বুঝে নিয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবে। তাই তোমরা সর্বাধিক নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে অতি গুরুত্ব সহকারে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এ আমার বিশ্বাস। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) মাসুদ এ করিম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) লোকমান হাকিম, পুলিশ সুপার (ট্রেনিং) আবদুস সোবহান,সহকারি পুলিশ সুপার সাহাবুদ্দিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ