Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির আইআইটির পরিচালক পদ নিয়ে আবারও ক্যাম্পাস অস্থিতিশীল হওয়ার আশঙ্কা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৫:৩৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক পদ নিয়ে আবারও ক্যাম্পাস অস্থিতিশিল হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। অবিলম্বে বিধি অনুযায়ী পরিচালক পদে নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকরা। আওয়ামীপন্থী অংশটি এই দাবির পাশাপাশি আরো ৯ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তুলে ধরেছেন। এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়ে তারা বলেছেন, ‘তখন উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য প্রাশাসনকেই দায়ি থাকতে হবে। আর নয়তো এসব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।’

রবিবার (০৪ নভেম্বর) সকালে নিয়মতান্ত্রিকভাবে প্রাপ্য পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন বিএনপিপন্থী শিক্ষকরা। কিন্তু উপাচার্য দাবি না মানায় দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলার সামনে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী শিক্ষকরা।

তখন বিএনপিপন্থী শিক্ষকদের পক্ষ থেকে ‘অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ করছি, অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারীকে নিয়মতান্ত্রিক প্রাপ্য আইআইটির পরিচালকের দায়িত্ব দেওয়া হচ্ছেনা। তাই এই বিষয়ে আমরা উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি আমাদেরকে একাধিকবার আশ্বাস প্রদান করলেও তা বাস্তবায়ন করেননি। এমন অবস্থায় তিনি আজ পরিচালকের দায়িত্ব হস্তান্তর না করেই নিয়োগ বোর্ডের সভা আহ্বান করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এসময় অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আইআইটির মত একটি প্রযুক্তি নির্ভর বিষয়ের নিয়মিত পরিচালককে বাদ দিয়ে কোন নিয়োগ প্রদান করলে তা প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। তাই আমরা প্রতিষ্ঠানের প্রয়োজনে আগামী ৭ নভেম্বরের মধ্যে নিয়মিত পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো। তখন উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য প্রাশাসনকেই দায়ি থাকতে হবে।’

এসময় অধ্যাপক মো. নরুল ইসলাম বলেন, ‘আমরা আজ উপাচার্যের সাথে দেখা করে আমাদের দাবি তুলে ধরি। কিন্তু তিনি আমাদের দাবির প্রতি নূন্যতম সম্মান না দেখিয়ে স্বেচ্ছাচারী আচরণ করছেন। তাই আমরা এই ন্যায় সঙ্গত দাবি আদায়ে কঠোর আন্দোলন করে উপাচার্যের স্বেচ্ছাচারীতার জবাব দিব।’

অন্যদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এক বিবৃতিতে বিধান অনুযায়ী আইআইটির পরিচালক ও আইন অনুষদের ডিন নিয়োগের দাবি জানান।

তারা বিবৃতিতে উল্লেখ করেন, প্রশাসনের সেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয়ে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। উপাচার্য অ্যাক্ট, সংবিধি ও অধ্যাদেশ কিছুই মানছেননা। প্রচলিত বিধান না মেনেই উপাচার্য বিভিন্ন বিভাগে নিয়োগের সুপারিশ করছেন। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা নিয়মিত না হওয়ায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে বাজেট ঘাটতি ক্রমাগত বাড়ছে। এমন অবস্থায় আমাদের ৯দফা দাবি হলো-

অবিলম্বে ভিসি প্যানেল, জাকসু, সিন্ডিকেট ও ডিনসহ মেয়াদোত্তীর্ণ সকল পদে নির্বাচন দিতে হবে, নির্বাচনসমূহ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ছয় মাস পর সিলেকশন বোর্ডের মাধ্যমে যাঁদেরকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তাদের সিলেকশন বাতিল করে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমান শর্ত অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে যারা পদোন্নতি পেয়েছেন কিন্তু সিন্ডিকেট সভা না ডাকায় সময়মতো পদোন্নতি কার্যকর হয়নি তাঁদের পদোন্নতি সিলেকশন বোর্ড অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে কার্যকর করতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি বিলুপ্ত করতে হবে। ২০১৫ সালে ঘোষিত পে স্কেল অনুযায়ী শিক্ষা ছুটিতে থাকা শিক্ষকবৃন্দের সুবিধা নিশ্চিত করতে হবে। চলমান নিয়ম অনুযায়ী বাড়ি-ভাড়া ও সেশন বেনিফিট অব্যাহত রাখতে হবে। অবিলম্বে চারুকলা বিভাগসহ অন্যান্য বিভাগের সিলেকশন বোর্ড ডাকতে হবে। ভর্তি পরীক্ষার সন্তোষজনক সম্মানী অবিলম্বে পরিষোদ করতে হবে।

এসব দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য প্রাশসনকে দায়ি থাকতে হবে।

এসব বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বক্তব্য নিতে মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ