Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত আদালতের -আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ৪:৪০ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছেন। তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।’

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানো হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা ইলেকশন কমিশনের কাছে তফসিল পেছানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এখন আমি যদি বলি, এটা সংবিধান পরিপন্থী, তাহলে তো এ চিঠিটা যাদের কাছে পৌঁছবে তাদের জবাব দেয়ার সুযোগ আর আমি দিলাম না।’

তিনি বলেন, ‘তফসিল পেছানো না পেছানো এটা ইলেকশন কমিশন বিবেচনা করবে এবং আমার বিশ্বাস সংবিধানে যেটা আছে সে অনুপাতে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে।’

নির্বাচনকালীন সরকারে ঐক্যফ্রন্টের কাউকে রাখার সিদ্ধান্ত আছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু ইতোমধ্যে বলেছেন, যে সরকারটা আছে সেই সরকারটাই চলবে। তার কারণ হচ্ছে যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হয়েছিল এ সরকারের আমলে সেটা যেন কোনো মতেই ব্যাহত না হয় সেটা তিনি অবশ্যই গুরুত্ব দেবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ