পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গভীর শ্রদ্ধায় স্মরণ করা হল জাতির সূর্য্য সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির পিতার ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তাদের নির্মমভাবে হত্যা করে।
জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে গতকাল সকাল ৬ টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ, কালো ব্যাজ ধারন ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবনন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরে মহান জাতীয় নেতৃবৃন্দের সম্মানে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, এ্যাড. সাহারা খাতুন, ড.আবদুর রাজ্জাক ও আবদুল মতিন খসরু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এএফএম বাহাউদ্দিন নাসিম ও এনামুল হক শামীম এবং দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুর রহমান হৃদয়, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ প্রমুখ।
এ ছাড়াও সকাল আটটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টায় পুরাতন জেলখানায় সেখানে চারনেতা নিহত হয়েছিলেন সেই কক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে সেদিনের ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন বিকাল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাদ মাগরিব স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডিস্থ বাসভবনে শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে সকাল ৯টায় পরিষদের কলাবাগনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শোকাবহ জেলহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্তস্তবক অর্পণ করেন এ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া। এসময় জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে সকালে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। বঙ্গবন্ধুর ভাষণ, দুপুর ও বিকেলে দোয়া মাহফিল এবং দুস্থ:দের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে নগরীতে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্বে দেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। র্যালিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। জেলা পরিষদ আয়োজন করে আলোচনা সভা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে জাতীয় চারনেতার অন্যতম শহীদ কামারুজ্জামান হেনার মাজারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (শনিবার) বিকেলে নগরীর উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের বাসবভনে জেল হত্যা দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম, প্রধান আলোচক ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ। অনুষ্ঠানে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভার মাধ্যমে বরিশালে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সদর আসনের সংসদ সদস্য জেবুনেচ্ছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ-বীর বিক্রম। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৪ জাতীয় নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।
বিশেষ সংবাদদাতা, কক্সবাজার জানান, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে জেলহত্যা দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় চার নেতার প্রতি শোক প্রকাশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সম্পাক ও জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক বৃন্দ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বাবু চন্দন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস। ।
পাবনা থেকে স্টাফ রিপোর্টার জানান, পাবনায় সকালে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে এবং ক্যাপ্টেন এ্যাডভোকেট শহীদ এম .মনসুর আলীসহ জেলে শহীদ চার জাতীয় নেতার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পিসহ আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর রাণীনগরে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, প্রমুখ।
এদিকে, জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করেন চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মৎসজীবি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান। সভায় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন মাস্টার, মজিবুর রহমান মাইজ্জা, প্রমুখ।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, জেলা হত্যা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগরে সভাপতি চঞ্চল পালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ।
ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ. মালেক।
কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান,গাজীপুরের কাপাসিয়ায় জেলহত্যা দিবস উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ বজলুর রশিদ মোল্লার সভাপতিত্বে, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন মাস্টারে পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ।
রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজানে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
শৈলকুপা (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে উপজেলার উমেদপুর আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করা হয়। ঢাকা মিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আজাদুল কবির (কাজী আজাদ) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ মোহাঃ গোলাম রাব্বানী।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাগাজীতে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।