Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফজাল হোসাইনের বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পিএইচডি গবেষক মোঃ আফজাল হোসাইন ‘পাথরকুচি পাতার বিদ্যুৎ উৎপাদন’- বিষয়ক বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ভারতে আন্তর্জাতিক সম্মেলনে বেস্ট পেপার এওয়ার্ডে এ ভূষিত হন। গত ২৭-২৮ অক্টোবর ভারতের কলকাতায় ৭ম আন্তর্জাতিক সম্মেলন সিসিএসএন-২০১৮অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে মোঃ আফজাল হোসাইন পাথরকুচি পাতার বিদ্যুৎ উৎপাদনের উপর “ডিজাইন, ফেব্রিকেশন এন্ড পারফরমেন্স অফ ওয়ান কেডবিøউপিকেএল মাইক্রো পাওয়ার প্ল্যান্ট ফর ইউজ ইন কম্পিউটার”-শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেন। মোঃ আফজাল হোসাইন বর্তমানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (যাত্রাবাড়ী, ঢাকা) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শেরপুর জেলার সদর উপজেলার চরভাবনা গ্রামের আলহাজ্জ্ব মোঃ আব্দুল খালেক এবং মিসেস জিবাতুন্নেছার পুত্র আফজাল হোসাইন সকলের দোয়াপ্রার্থী। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ