Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপ প্রবাসীর লাশ আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যুবরণকারী বাংলাদেশি শ্রমিক শওকতের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী ময়না বেগম। বরিশালের গৌরনদী উপজেলার বদরপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের পুত্র শওকত (৪১) ছয় সদস্যর দারিদ্র পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাত বছর আগে মালদ্বীপে গিয়েছিলেন।
বৃদ্ধ মা, স্ত্রী, একপুত্র ও দুই কন্যাকে নিয়ে ভালোই চলছিলো শওকতের পরিবার। সবার ছোট মেয়ে সীমা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। শওকতের স্ত্রী ময়না বেগম জানান, গত ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক সেখানকার বাংলাদেশি শ্রমিকরা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, বর্তমানে তার স্বামীর লাশ ওই হাসপাতালে হীমঘরে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ