পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) বাতিল করেছে সাত প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠান কোনো ধরনের পণ্য রপ্তানি করতে পারবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সকল ডিলার ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান কোনো পণ্য রপ্তানি করলে বা করার চেষ্টা করলে তা রপ্তানি নীতি আদেশের পরিপন্থী বলে গণ্য হবে। ইআরসি বাতিল হওয়া ওইসব প্রতিষ্ঠান হলো- মেসার্স ফরিদা ইন্টারন্যাশনাল, মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ, স্টার ফেয়ার ইন্টার-ন্যাশনাল, ফাহাদ ইন্টারন্যাশনাল, রাজমোল্লা ইন্টার-ন্যাশনাল, মৌসুমী ইন্টারন্যাশনাল এবং টি এম হারভেস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।