বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন আগামী বছর থেকে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। এই প্রকল্পটি প্রথমে কেরানীগঞ্জ থেকে শুরু করা হবে। প্রকল্পটি সফল হলে পরে সারাদেশে এই প্রকল্প চালু করা হবে। সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরায় বহুতলা বিশিষ্ট অধ্যাপক হামিদুর রহমান আধুনিক কমিউনিটি সেন্টার উদ্ধোধনকালে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।
কেরানীগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, কেরানীগঞ্জের জিনজিরায় অধ্যাপক হামিদুর রহমান নামে যে কমিউনিট সেন্টারটি নির্মাণ করা হয়েছে সেটি বাংলাদেশের মধ্যে সর্বাধুনিক। সরকারীভাবে নির্মিত এটি হচ্ছে একটি আধুনিক কমিউনিটি সেন্টার। এই কমটিউনিটি সেন্টারে একটি লাইব্রেরী ও একটি কনফারেন্স রুম আছে। শীততাপ নিয়ন্ত্রিত এই কমিউনিটি সেন্টারে ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কেরানীগঞ্জে আমরা রাজনৈতিকভাবে কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। কেরানীগঞ্জ হবে মাদক মুক্ত।
এসয় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন,জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী মুস্তাক হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।