Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তফসিলের সিদ্ধান্ত ৪ নভেম্বর : প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সিইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৫:৫৮ পিএম | আপডেট : ৬:২০ পিএম, ১ নভেম্বর, ২০১৮
আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। 
 
বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বঙ্গভবনে প্রেসিডেন্টকে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি অবহিত করেন সিইসি।
 
প্রেসিডেন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে সিইসি বলেন, প্রেসিডেন্টর সঙ্গে সাক্ষাৎ একটি আনুষ্ঠানিকতা। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করেছেন। নূরুল হুদা বলেন, ‘তবে নির্বাচনের তফসিল বা তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়নি।’
 
এ সময় রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে নির্বাচন কমিশন শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।
 
চলমান সংলাপের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিকল্পায় কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘না, কোনো প্রভাব পড়বে না।’
 
নির্বাচন জানুয়ারিতে হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখন বলা সম্ভব হচ্ছে না। ৪ নভেম্বর কমিশন সভার পর জানা যাবে।’
 
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের আস্থা ও বিশ্বাস আছে, নির্বাচনে সব দল অংশ নেবে।’
 
এ সময় সাংবাদিকদরা জানতে চান, আপনাদের উপর সবার আস্থা আছে কী? জবাবে তিনি বলেন, ‘সেটা আমরা জানি না।’
 
এ সময় চার নির্বাচন কমিশার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তফসিল

১৬ জানুয়ারি, ২০১৯
১১ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ