পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্ট এমন আন্দোলন করছে সাত দিনের মধ্যে সব উড়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, খুব গরম ছিলো- বিরোধী দল বলে কিছুই নাই, ওদের সাথে কথা বলার দরকার নাই, সংলাপ হবে না। কিন্তু এখন সংলাপ ডাকতে হয়েছে। জনগণের চাপে, বন্ধুদের চাপে সংলাপ ডাকতে বাধ্য হয়েছে যখন, তখন বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন করা শুরু হয়েছে। ইতিহাস বলে এইসব নির্যাতন করে ৫ বছরের সাজা ১০ বছর করে ও নতুন ৭ বছর সাজা দিয়ে কিছুই করা যাবে না। সাত দিনের মধ্যে ধুলোর মধ্যে সব উড়ে চলে যাবে। আমরা এই আন্দোলনটা করছি। বৃহস্পতিবার (১ নভেম্বর) খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত গণঅনশনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, যে ঐক্য হয়েছে, সেই ঐক্যকে আরো দৃঢ় করে, আরো বড় করে আমরা আন্দোলনের মাধ্যমে তাদের জবাব দেবো। আপনাদের বিজয় কামনা করি। সংলাপ করে জনগণকে বিভ্রান্ত করে জেলের মধ্যে বেগম জিয়াকে রেখে নির্বাচন করবে ওইসব ধান্ধাবাজি চলবে না। সংলাপে নিষ্পত্তির আগে তফসিল ঘোষণা, মেনে নেয়া হবে না বলেও হুশিয়রি দেন মান্না।
তিনি বলেন, আমাদের সাথে যে আলোচনা শুরু হবে তা নিস্পত্তির আগে কোনো তফসিল ঘোষণা করা যাবে না। যে দাবির মধ্যে বেগম জিয়ার মুক্তি আছে, যে দাবির মধ্যে সব নেতা-কর্মীর মুক্তি আছে, যে দাবির মধ্যে এরপর কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা যাবে না- সেই দাবির নিষ্পত্তি হবে। তারপরেই নির্বাচনে যাওয়ার প্রশ্ন আসবে।
ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ওরা মনে করে যদি বিরোধী দল সম্মিলিত অংশ নেয়, ওরা নিজেরাই নির্বাচন করতে পারবে না, ওদের খবর থাকবে না। এই কারণে সব চাপ আপনাদের ওপর ফেলছে। যেমন রাগ করে মানুষ জিদের ভাত কুর্তাকে খাইয়ে দেয়, রাগ করে যেমন নির্বাচনের মাঠ থেকে চলে যায়- এই বুদ্ধি তারা করতে চায়। আমরা বেকুব নই। আমরা আপনাকে চিনি, আপনার সরকারকে চিনি, ফন্দি-ফিকির-মারফতি- ওই ফাঁদে পা দেবো না। নির্বাচনের মাঠে লড়াই করে আমরা জিতবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।