Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গভবনে সিইসি ও নির্বাচন কমিশনাররা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ৪:১৮ পিএম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে অবহিত করতে সিইসি ও নির্বাচন কমিশনাররা বঙ্গভবনে পৌঁছেছেন।
 
বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে বঙ্গভবনে ঢোকে সিইসি ও নির্বাচন কমিশনারদের বহনকারী গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতে থাকার কথা অন্য চার নির্বাচন কমিশনার।
 
এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রেসিডেন্টকে সব প্রস্তুতি অবহিত করা হবে।
 
আগামী ৩ নভেম্বর (শনিবার) কমিশন বৈঠকে তফসিল নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তবে ৪ নভেম্বরও (রোববার) আরেকটি বৈঠক হবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ