Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়িতে শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে হুমায়ুন কবির (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ইউনিয়নের মির্জাবাজার এলাকার ব্রিজের নিচে থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত হুমায়ূন কবির মির্জা বাজার সিঙ্গারপাড় গ্রামের তরিফ উদ্দিনের ছেলে।
জানা যায়,গতকাল সন্ধ্যায় থেকে হুমায়ন কবির নিখোঁজ হন। পরে আজ শুক্রবার সকালে মির্জাবাজারের পশ্চিম পাশে ব্রিজের নিচে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে হুমায়ূন কবিরের লাশ উদ্ধার করে। এসময় হুমায়ূন কবিরে শরীরে বিভিন্ন ক্ষতের চিহ্ন দেখা যায়।
দুপুরে হুমায়ূন কবিরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ি থানার এস আই আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ