Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর মোহাম্মদপুরে ড্র্রামে গৃহবধূর লাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের এক বাড়ির ভেতর থেকে ড্রামে ভর্তি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর লাশ রেখে তার স্বামী পালিয়ে গেছে বলে ধারনা করছে পুলিশ। গতকাল রাত পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় উদ্ধার বা পলাতক স্বামীকে গ্রেফতার করতে পারেনি। মোহম্মদপুর থানার ওসি (অপারেশনস) শরিফুল ইসলাম বলেন, ত্রিশ বছর বায়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী লাশ ড্রামে ভরে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। প্রতিবেশীরা বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর উদ্যানের বি ব্লকের ওই বাড়িতে যায় পুলিশ। পরে ড্রামের ভেতরে অর্ধগলিত লাশটি পাওয়া যায়। তিনি বলেন, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ দেখে মনে হয়েছে হত্যাকান্ড ঘটেছে দুই থেকে তিন দিন আগে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, সেলিম নামে এক ব্যক্তি গত জানুয়ারি মাসে ওই ঘর ভাড়া নেয়। তখন ওই নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানতো প্রতিবেশীরা। কিন্তু গত দুই তিন দিন ওই দুইজনের কাউকে দেখেনি লোকজন। গত সোমবার সন্ধ্যার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ আসা শুরু করলেও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি প্রতিবেশীরা। পরে দুর্গন্ধ তীব্র হলে তাদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

Show all comments
  • তানিফা ৩১ অক্টোবর, ২০১৮, ১১:৫৯ এএম says : 0
    এদের মতো মানুষের উপর আল্লাহ হেদাহেত দান করুক,কুলানঙ্গার যত সব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ