বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ব্যাংকের মুন্সীগঞ্জ শাখা থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তা শহীদুল ইসলাম টিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি শহীদুল ইসলাম (টিটু) ‘স্মল বিজনেস ইনভেস্টমেন্ট স্কিম’ এর সুপারভাইজার হিসেবে ইসলামী ব্যাংকের মুন্সীগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম এসবিআইএস সুপারভাইজার হিসেবে ইসলামী ব্যাংকের মুন্সীগঞ্জ শাখায় কর্মরত থাকাকালে গ্রাহকের নামে বিনিয়োগ মঞ্জুর করে পুরো টাকার পণ্য তাদেরকে ক্রয় করে না দিয়ে পুরো টাকা কিংবা অনেক ক্ষেত্রে আংশিক টাকা নিজে ভোগ করেন। বিনিয়োগ নেয়ার সময় প্রতারণা করে গ্রাহকদের দিয়ে অতিরিক্ত চার্জ ডকুমেন্টে স্বাক্ষর রেখে পরবর্তী বছর বিনিয়োগ নবায়ন করেন। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের এভিপি মো. সোলায়মান বাদী হয়ে মামলা দায়ের করেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক রেজাউল করিম মামলাটি তদন্ত করেন এবং উপ-পরিচালক মো. মোরশেদ আলম মামলাটির তদারকি কর্মকর্তা ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।