Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসির বিনা মূল্যের স্বাস্থ্যসেবা সাড়া জাগিয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাড়া জাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিনা মূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গত ১৮ অক্টোবর থেকে চালু করেন বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। ডিএসসিসির পাঁচটি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের ৬৮ কেন্দ্রে এ কর্যক্রম চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
জানা গেছে, বিনামূল্যে সেবা পেতে প্রতিটি কেন্দ্রেই বিপুল সংখ্যক নারী শিশুসহ দুস্থ মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। এদিকে, মেয়র সাঈদ খোকনের এ উদ্যোগের প্রশংসা করে সেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নগরবাসী।
ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে সাব-অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার, দক্ষ শ্রমিক ও ওয়ার্ড সচিবদের সমন্বয়ে ৮৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। ৬৮টি টিমে ১০৫ পুরুষ ও ৩৭ মহিলাসহ মোট ১৪২ জন সাব-অ্যাসিসিটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার এতে অংশ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে দুই দিন করে এ সেবা দান কার্যক্রম চলছে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মত মেয়র ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন। যা সব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয় গত ১৮ অক্টোবর থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ