পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ২য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ সভা আজ বুধবার সকালে অনুষ্ঠিত হবে। দু’দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মালয়েশিয়ায় শ্রমবাজার চালু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি গুরুত্ব পাবে বলে প্রবাসী মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সভায় সফররত ৬ সদস্য বিশিষ্ট মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারী এম ডি এম. বেট্টী হাসান আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন প্রবাসী সচিব রৌনক জাহান।
গতকাল রাতে বাংলাদেশে আগত মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারী এম ডি এম. বেট্টী হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, মালয়েশিয়ার পেনিনস্যুলার ডিপার্টমেন্টের উপ-পরিচালক জেনারেল (অপারেশন) মি. আসরি এ বি রহমান, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট ডিভিশনের আন্ডার সেক্রেটারী মি. জমরি মত জিন, হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের লিগ্যাল ডিভিশনের এডভাইজর মো. নওয়ায়ী ইসমাইল, হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের পলিসি ডিভিশনের সহকারী সচিব শাহাবুদ্দিন আবু বকর ও মালয়েশিয়ার পেনিনস্যুলার ডিপার্টমেন্টের সিনিয়র সহকারী পরিচালক নওরলিয়া আনাক জওয়র।
গত সোমবার প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী সচিব রৌনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় মালয়েশিয়ার আগত প্রতিনিধি দলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে শ্রমবাজার নিয়ে কি কি আলোচনা হবে সে বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সাথেও সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে মিলিত হবার কথা রয়েছে।
প্রবাসী মন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলে কোনো প্রকার সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যাবে না। সকল বৈধ রিক্রুটিং এজেন্সীই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাবে।
এদিকে, দশ রিক্রুটিং এজেন্সীর স্বত্বাধিকারীর রীট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্ট ডিভিশন এক রায়ে মালয়েশিয়াসহ সকল দেশে বৈধ রিক্রুটিং এজেন্সীগুলো জনশক্তি রফতানির সুযোগ দেয়ার আদেশ জারি করেছেন। আদালত মালয়েশিয়ায় কর্মী প্রেরণে দশ সিন্ডিকেটের বিরুদ্ধে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি করে তদন্ত করে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নিদের্শ দিয়েছেন। ব্যারিষ্টার রাশনা ইমাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে, সোমবার বায়রার ইসির সভা শেষে সংগঠনের সভাপতি বেনজীর আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রবাসী সচিব রৌনক জাহানের সাথে তার দপ্তরে দেখা করে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সুযোগ দেয়ার অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।