Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে স্ত্রী-শ্বশুর-শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম, জামাই আটক

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শ্বশুর-শ্বাশুড়িসহ একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম করেছে জামাই।
আজ শুক্রবার ভোর ৪ টার দিকে শহরের আব্বাস আলী সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাই নাজমুল হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় পারিবারিক কলহ নিয়ে শ্বশুর মহিন উদ্দিন বাবর ও শাশুড়ি আঙ্গুরের নেছার সঙ্গে মেয়ের জামাই নাজমুল হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শ্বশুর, শাশুড়ি, স্ত্রী মহিমা আক্তার ও শ্যালিকা সাফুরা আক্তার পলিকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে জামাই নাজমুল ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ