Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরে চাপা পড়ে তানজিমা আক্তার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। তানজিমা উপজেলার জগন্নাথপুর গ্রামের ফজর আলীর কন্যা। সে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।
বিশ্বম্ভরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার পলাশ, ধনপুর, সলুকাবাদসহ অন্তত ১০টি গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় বসতঘরে চাপা পড়ে তানজিমা আক্তারের মৃত্যু হয়। এদিকে, ঝড়ে বিধ্বস্ত গ্রামগুলো তাৎক্ষণিক পরিদর্শন করেছেন উপজেলার প্রশাসনের কর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ