Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে তিনদিন ধরে জ্বলছে আগুন

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:৩৩ পিএম, ২৯ এপ্রিল, ২০১৬

বাগেরহাট জেলা সংবাদদাতা : তৃতীয় দিনেও আগুন জ্বলছে সুন্দরবনে। ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলার আগুন ৪৯ ঘণ্টায়ও পুরো নেভেনি। এখনো সেখানে আগুন জ্বলছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ করে। আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে তারা শুক্রবার সকাল থেকে আবারো কাজ শুরু করেছে। এদিকে ফায়ার সার্ভিসের খুলনার একটি টিমও ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
বুধবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান শুক্রবার সকালে বলেন, বুধবার সন্ধ্যায় সুন্দরবনে তিনটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। তা চলে রাত ৩টা পর্যন্ত। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভোর থেকে শুরু হয় কাজ। শুক্রবারও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় সকাল থেকে আবার কাজ শুরু করেছি। দুষ্কৃতিকারীরা বনের ভেতরে কয়েকটি স্থানে আগুন দিয়েছে। তাই বিক্ষিপ্তভাবে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের বেশ কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার ভোরে আবার কাজ শুরু হয়েছে। স্থানীয় শতাধিক লোককে বন বিভাগ ও ফায়ার সার্ভিসকে সহয়তার জন্য নিয়োগ করা হয়েছে। তবে কতখানি এলাকায় আগুন ছড়িয়েছে এবং তাতে কি ধরনের গাছপালা পুড়েছে তা তিনি এখনো বলতে পারেননি। এদিকে আগুন লাগার ঘটনায় মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ