Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ নয়, জনগণের জন্য গলা শুকান নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারা দেশে গুম-খুন সরকারের ইশারায় হচ্ছে বলে জনগণ মনে করে। সরকারের সকল চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেয়া যায় না। আপনারা সংগঠিত আছেন। আরো সংগঠিত হন। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, পদের জন্য গলা না শুকিয়ে জনগণের জন্য গলা শুকান। তাহলে গণতন্ত্র ও দেশ রক্ষা পাবে।  গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগমুক্তি এবং ঝিনাইদহ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গুম-খুনের সাথে নাকী বিএনপি-জামায়াত জড়িত। তাহলে প্রধানমন্ত্রী কি বসে বসে ঘোড়ার ঘাস কাটেন? পুলিশ বাহিনী কি করেন? এসব চাপাবাজি জনগণ ভালভাবেই বুঝেন, সরকারের উদ্দেশ্য কী? কোন ঘটনা ঘটলেই সরকার বলে দেয় বিএনপি-জামায়াত জড়িত।
বিদ্যুৎ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের এত মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেলো।  বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরের বিদ্যুতের অবস্থা যদি এই হয় তাহলে গ্রাম-গঞ্জের অবস্থা কি তা সহজেই অনুমান করা যায়। কৃষকেরা বিদ্যুতের জন্য সেচ কাজ করতে পারে না। এতে আরো উপস্থিত ছিলেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাবেক যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আফরোজা খানম নাসরিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ