Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জব্দ করা তিন সিন্দুকে মিললো ২৫০টি স্বর্ণের বার ও ৬০ লাখ টাকা

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর রিয়াজউদ্দিন বাজারের তামাকমুন্ডি বাহার মার্কেট থেকে জব্দ করা তিনটি সিন্দুকে মিলেছে ২৫০টি সোনার বার ও নগদ ৬০ লাখ টাকা। এরমধ্যে একটি সিন্দুক থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ পিস স্বর্ণের বার। আরেকটিতে পাওয়া গেছে নগদ ৬০ লাখ টাকা। তবে, তৃতীয় সিন্দুকটিতে কিছু পাওয়া যায়নি। সোমবার মধ্যরাতে সিন্দুক তিনটি খোলা হয়। সন্ধ্যায় জব্দ করার পর নগরীর কোতোয়ালি থানায় পাঠানো হয় সিন্দুক তিনটি। কর্মকর্তারা জানান, একটি সিন্দুক খুলে তাতে ২৫০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। এগুলোর প্রত্যেকটির মূল্য আনুমানিক তিন লাখ টাকা। সে হিসাবে এ সব বারের মোট মূল্য সাড়ে ৭ কোটি টাকা। আরেকটিতে মিলেছে এক হাজার টাকার নোটের ১০০টি বান্ডিল, প্রত্যেক বান্ডিলে ছিল ৬০ হাজার করে। যাতে পুরো অংক দাঁড়ায় ৬০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাহার মার্কেটের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে ওই তিনটি সিন্দুক জব্দ করা হয়। এরমধ্যে দু’টি সিন্দুক পাওয়া যায় একটি জুতার গুদামে, আরেকটি সিন্দুক পাওয়া যায় পাশের একটি কক্ষে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে চলে পুরো অভিযান। পরে সিন্দুক তিনটি কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আকতার জানান, দেশের অন্যতম সর্ববৃহৎ চোরাচালান চক্র এ স্বর্ণ ও অর্থ এনে এভাবে মজুদ করে রেখেছিল। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ