Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ জঙ্গিকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি দক্ষিণ বিভাগ এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চেয়েছে, অনুমোদন মিললেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। গতকাল সোমবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মাসুদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রকাশক দীপন হত্যা মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, হত্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত। এ ঘটনায় আটজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। তাদের প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলায় এখনো পলাতক রয়েছেন সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন। উল্লেখ্য ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় ‘জাগৃতি’ প্রকাশনী অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ফয়সাল আরেফিন দীপনের ঘাড়ের পেছনে আঘাত করে হত্যা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ