বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ওয়াকিটকি ও রাউটার সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দার এয়ারফ্রেইট দল। আটক পণ্যের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।
গতকাল বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম বলেন, মিথ্যা নথিতে গোপনে মোবাইলসহ বিভিন্ন সামগ্রী আনা হবে এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা সতর্ক অবস্থান নেয়। রোববার সন্ধ্যার দিকে কয়েকটি এয়ার বিল চালানে এসব পণ্য ঢাকায় আনা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কার্গো কমপ্লেক্সের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২৩ কার্টন মোবাইল ও অন্যান্য পণ্যের কার্টন আটক করা হয়। এসব কার্টনের ভেতর থেকে ১ হাজার ৫১৪টি মোবাইল, ২০টি ওয়াকিটকি ও ২২টি রাউটার আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে গতকাল শুল্ক আইনে দুটি মামলা করা হয়েছে।
এদিকে, গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, রং ফর্সাকারি ক্রিম ও ভায়াগ্রাজাতীয় স্প্রেসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, রোববার জাহাঙ্গীর আলম ও মানিক মিয়া নামে দুই যাত্রী দুবাই থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে করে ঢাকায় আসে। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের সঙ্গে থাকা লাগেজে তল্লাশী করে এসব পণ্য আটক করা হয়। এর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।