বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় স্থাপিত স্নোটেক্স আউটার ওয়ার নামক একটি তৈরী পোষাক কারখানায় গতকাল সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগদানের পর থেকেই গত রোববারের মতো কয়েকজন নারী শ্রমিক হঠাৎ করে বমি, মাথা ঘুরা এবং খিচুনিসহ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থাসহ গতকাল কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। প্রায় দেড় শতাধিক অসুস্থ নারী শ্রমিককে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ধামরাই সরকারি হাসপাতাল ও সাভারের নবীনগর গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। অনেকে বাসায় গিয়েও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গতকাল সকালেই পোশাক কারখানাটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম, থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। পরিদর্শনকালে ইউএনও বলেন, সকালে কাজে যোগ দেয়ার পরে কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে জরুরী ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। সে সাথে কারখানাটি এক দিনের জন্য বন্ধ ঘোষনাও করেছেন কর্তৃপক্ষ। তবে কি কারনে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।