Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আনন্দে ভাসলো সিরাজগঞ্জের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:৩৬ এএম

খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত রোববার জেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২৭ জন এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ জন মেধাবীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রীসহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রায়হান গফুর, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড. এম তাজুল হুদা ও সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ