Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রসূতি সেবায় সেরা জয়পুরহাট আধুনিক হাসপাতাল

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল আধুনিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রসূতি সেবায় আধুনিকায়ণ হয়েছে। প্রসূতি সেবায় বিশেষ অবদান রাখায় এ হাসপাতাল রাজশাহী বিভাগে সেরা স্থান অর্জন করেছে। জয়পুরহাট জেলার দশ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্যে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে বরাবরই সুনাম অর্জন করে আসছে। সেই ধারাবাহিকতায় হাসপাতালটি এবার জরুরি প্রসূতি সেবায়ও বিশেষ অবদানের জন্য রাজশাহী বিভাগে সেরা স্থান অর্জন করেছে। বিশেষ অবদানের জন্য হাসপাতালটিকে সম্প্রতি পুরস্কৃত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম পুরস্কার তুলে দেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এফ এম মুছা আল মানসুরের হাতে।

প্রসূতি সেবার সার্বিক চিত্র সরেজমিন দেখতে হাসপাতালে গিয়ে এ প্রতিবেদকের সাথে কথা হয় ক্ষেতলাল উপজেলার প্রসূতি মা মরিয়ম বেগম, সদর উপজেলার আরামনগরের তাসলিমা খাতুন ও তাজপুরের রাজিয়া সুলতানা ও পাঁচবিবি বীরনগরের আলেয়া বেগমের সাথে, তারা জানান এ হাসপাতালে সুন্দর স্বাস্থ্যসেবা পেয়ে আমরা খুশি। জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এফ এম মুছা আল মানসুর বলেন, আমি সবসময় সেবার মান নিয়ে হাসপাতালের দায়িত্ব পালন করি এবং সার্বক্ষণিক নজরদারিতে রাখি। প্রসূতি সেবায় এই পুরস্কার আমাদেরকে আরো উৎসাহিত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ