বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ১২ বোতল ফেনসিডিল ও প্রায় ৪ কোটি টাকার এফডিআর-চেকসহ গ্রেফতারকৃত জেলার সোহেল রানার ঘটনা তদন্তে কারা অধিদফতর ৩ সদস্যের কমিটি গঠন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন জানান, ঘটনার পর সোহেল রানা বিশ্বাসকে মৌখিকভাবে সাময়িক বরখাস্ত করার পর গতকাল রোববার অফিস খোলার পর লিখিত আদেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনা তদন্তে বরিশালের ডিআইজি প্রিজন ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও জয়পুরহাটের জেলার। কমিটিকে ১৫ দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে মাদক আইনে দায়ের করা মামলাটিতে সোহেল রানার সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ সোমবার রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।