Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল অপারেটরে খুদে বার্তায় প্রতারণা বন্ধে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মোবাইল কোম্পানিগুলোর বে-আইনী ও স্বেচ্ছাচারী কর্মকান্ড বন্ধে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেলসহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরে খুদে বার্তা (এসএমএস)র মাধ্যমে সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা বন্ধ করা এবং এসব খুদে বার্তায় পাঠানো সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রেজিস্ট্রি ডাকযোগে ময়মনসিংহের মো. খাইরুল হাসান সরকার ও রাসেল হোসেন এবং মানবাধিকার সংগঠন ল এ্যান্ড লাইফ ফাউন্ডেশন এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান। আগামী দু’দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি, গ্রামীণ ফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, বাংলা লিংক লিমিটেড, টেলিটক লিমিটেডকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব আগামী দু’দিনের মধ্যে না দিলে হাইকোর্টে রিট করা হবে। মোবাইল কোম্পানিগুলোর বে-আইনী ও স্বেচ্ছাচারী কর্মকান্ড বন্ধে আইনী নোটিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ