Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে নারীকে হেনস্তা তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মধ্যরাতে পুলিশের চেকপোস্টে এক নারীকে হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
তদন্ত কমিটির সদস্য পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার নাদিয়া জুঁই বলেন, প্রতিবেদন ডিএমপি কমিশনানের কাছে জমা দেওয়া হয়েছে। ওই রাতে তল্লাশীকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার কী ভূমিকা ছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, ওই রাতে পাঁচ পুলিশ সদস্য রামপুরায় তল্লাশিতে যুক্ত ছিলেন। রামপুরা থানার এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে ছিলেন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব এর চার সদস্য। তাঁদের মধ্যে এএসআই ইকবাল হোসেন ও পিওএমের দুই কনস্টেবল মিজানুর ও তৌহিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তিনজনের একজন মিজানুর ফেসবুকে ভিডিও আপলোড করেন ও তৌহিদ নারীর মুখে আলো ফেলে উত্ত্যক্ত করেন। তিনজনের বিরুদ্ধেই নারীকে উত্ত্যক্ত করা ও দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর মধ্যরাতে রামপুরা টিভি সেন্টার এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকসায় থাকা এক নারী যাত্রী কয়েকজন পুলিশ সদস্য দ্বারা হেনস্তার শিকার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ