Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ট্রেড বেজ্ড মানি লন্ডারিং ও পরিপালন বিষয়ক কর্মশালা শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও বাংলাদেশ ফাইন্যান্সয়িাল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উপ-প্রধান মো. মাসুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান হাসনে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমির মহাপরিচালক ড. মাহমুদ আহমেদ। রিসোর্স পারসন হিসেবে ট্রেড বেজ্ড মানি লন্ডারিং রিপোর্টিং শীর্ষক সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল এমদাদ। এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মো. রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.জি.এম. কামরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ৬০টি এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ