Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘উদ্যোক্তা সৃষ্টির বাধা দূর করার আহ্বান’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ব্যবসা-বাণিজ্যে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোন দেশ উন্নয়নের চূড়ায় যেতে পারে না। জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সম অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। সেজন্য নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাধা দূর ও সচেতনতা তৈরির পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। জাতিসংঘ দিবস উপলক্ষে ‘বাণিজ্যে নারীর সম অধিকার’-শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ দেন।
গত শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ আলোচনা সভার আয়োজন করে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড)। নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ব্যবসায় নারীর সম অধিকার প্রতিষ্ঠায় এমন ব্যতিক্রমী সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশি হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম, ইউএনডিপি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী। সভাপতিত্ব করেন, ওয়েন্ড এর প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন। তোফায়েল আহমেদ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্ধেক জনসংখ্যা নারীকে পেছনে রাখার সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে বর্তমান সরকারের অনেক অবদান রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সফলভাবে এসডিজি অর্জন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ